‘সম্মান বাঁচিয়ে যে কোনও চরিত্র করতে রাজি’
প্রকাশিত : ১৪:০৩, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৬:৩১, ২৬ জুলাই ২০১৮
 
				
					সম্প্রতি ছোট পর্দার রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্রামেবাজ’-এ বিচারক হিসেবে যোগদান করেছেন হুমা কুরেশি। তার জায়গায় এর আগে ছিলেন ক্যান্সার আক্রান্ত সোনালি বেন্দ্রে। যার আসনে বসছেন হুমা কুরেশি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন অনেক কথা। ইটিভি অনলাইন পাঠকেদের জন্য সেই সাক্ষাৎকারটি প্রকাশ করা হলো -
প্রশ্ন : সোনালির ক্যান্সারের খবরটা কখন জানতে পারলেন?
উত্তর : যখন এই শোয়ের প্রস্তাব পাই, সোনালির অসুস্থতার ব্যাপারে কিছুই জানতাম না। খবরটা শোনার পরে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। সোনালিকে শুভেচ্ছা জানিয়ে মেসেজ করেছি। আমি জানি, শি উইল ফাইট ব্যাক।
প্রশ্ন : টেলিভিশনের কাজ কি বেশি ডিমান্ডিং?
উত্তর : সিনেমার কাজ অবশ্যই প্রথম পছন্দ। তবে টিভি আমাকে আকর্ষণ করত। টেলিভিশনের চাহিদা অনেক বেশি।
প্রশ্ন : বিচারকের ভূমিকায় কতটা উপভোগ করছেন?
উত্তর : বাচ্চাদের সঙ্গে সময় কাটালে চাপমুক্ত লাগে। এখনকার বাচ্চারা খুব ফোকাসড। খেলার সঙ্গে নিজেদের কাজটাও বোঝে।
প্রশ্ন : আপনার প্রথম মেন্টর কে?
উত্তর : দিল্লিতে থিয়েটার করার সময়ে এন কে শর্মার কাছে অনেক কিছু শিখেছি। পরিচালক ও সহ-অভিনেতাদের কাছ থেকেও রোজ কিছু না কিছু শিখি।
প্রশ্ন : পরিচালক সুজিত সরকার বলেছিলেন, রিয়্যালিটি শো বন্ধ হয়ে যাওয়া উচিত। আপনার কী মত?
উত্তর : আমি জানি, দাদা কী ভেবে এই মন্তব্য করেছিলেন। কিন্তু আমাদের শো’য়ে জোর দেওয়া হয় ব্যক্তিত্বের বিকাশের উপরে। অযাচিত প্রতিযোগিতামূলক মনোভাব যেন বাচ্চাদের মধ্যে না বাড়ে। ওদের কনফিডেন্স বাড়ানোই লক্ষ্য।
প্রশ্ন : রজনীকান্তের সঙ্গে কাজ করে কেমন লাগল?
উত্তর : এত বড় স্টার হয়েও কত বিনয়ী উনি! এটা শেখার বিষয়। প্রতিটি শট দেওয়ার আগে অ্যালার্ট থাকতেন।
প্রশ্ন : টিভির পরে আপনি কি ওয়েব সিরিজ়ে কাজ করবেন?
উত্তর : কেন করব না? ‘সেক্রেড গেমস’ দেখেছি। ভীষণ ভালো লেগেছে। মনমতো চরিত্র পেলে করব।
প্রশ্ন : কিন্তু ওয়েব সিরিজ়ে সেন্সরশিপ নেই। এটা নিয়ে কী বলবেন?
উত্তর : সিনেমাতেও এখন এমন কনটেন্ট থাকে, যা সেন্সরে পাশ হয়ে যায়। আইটেম সং কথাটা আমার খুব খারাপ লাগে। এমন কথায় নারীর অপমান হয় না? আসলে আইটেম সং দিয়ে দর্শককে প্রলোভন দেখানো হয়। আমার সম্মান আমার কাছে সবচেয়ে দামি। সেটা বাঁচিয়ে যে কোনও চরিত্র করতে রাজি।
সূত্র : আনন্দবাজার
এসএ
 
				        
				    






























































