ঢাকা, শুক্রবার   ৩১ অক্টোবর ২০২৫

ফরিদপুরে বেকারত্ব ঘোচাতে জব ফেয়ার অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৫, ৩০ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার -টিটিসি ও এসডিএস- আশ্বাস প্রকল্পের যৌথ উদ্যোগে  দিনব্যাপী ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) টিটিসি চত্বরে এই মেলা অনুষ্ঠিত হয়। 

এতে ফরিদপুর জেলা ও জেলার বাইরে ঢাকা-ভিত্তিক ২০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন এবং চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ সৃষ্টি হয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল —আলেয়া জুট অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, রঙের মেলা বুটিক হাউজ, এফ.ডি.এ, আকিজ গ্রুপ, প্রাণ-আরএফএল, ম্যাটাডোর গ্রুপ, করিম গ্রুপ, সুকন্যা সমাজ উন্নয়ন সংস্থা, এস.আর. গার্মেন্টস, বিডিজবস এবং সম্ভব জবসসহ আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান।

মেলায় এসডিএস আশ্বাস প্রকল্পের প্রায় ১০০ জন সারভাইভারসহ প্রায় ২০০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪০ জন সারভাইভার এবং আরও প্রায় ১৫০ জন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ পান বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি),সুস্মিতা সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম।

এ সময় আরও  উপস্থিত ছিলেন  জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, আল ফয়সাল, মাকসুদুর রহমান, সিনিয়র ম্যানেজার (MERL),উইনরক ইন্টারন্যাশনাল; গোলাম রাব্বানী, সিনিয়র ম্যানেজার, রিজিওনাল অফিস এবং এস.এম. জাকির হোসেন, প্রজেক্ট ম্যানেজার, এসডিএস আশ্বাস প্রকল্প ও নাজমুল হক জামিল, কেস কো-অর্ডিনেটর, আশ্বাস প্রকল্প এবং কো-অর্ডিনেটর ও জব প্লেসমেন্ট অফিসার টিটিসি।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি