ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মোদির প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২২, ৩০ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:২৪, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

কিছুদিন আগে বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াতের রাজনীতিতে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। এমনকি তিনি নির্বাচনে লড়ছেন বলেও শোনা যায়। যদিও পরে তিনি তার রাজনীতিতে আসার খবর একপ্রকার অস্বীকারই করেন।

ওই সময় তিনি বলেন, ‘আমি যে ধরণের পোশাক পরি, তা মেনে নিয়ে যদি কোনো রাজনৈতিক দল আমাকে তাদের দলে নিতে চায় তাহলে আমার আপত্তি নেই। আসলে রাজনীতি খারাপ নয়, তবে রাজনৈতিক নেতারা যে ধরণের পোশাক পরে তা আমার পছন্দ নয়।’

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বেশ পছন্দ। আর এ কথা প্রথম থেকেই জানিয়ে এসেছিলেন কঙ্গনা। এবার আবারও একবার নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেত্রী।

সম্প্রতি, শর্ট ফিল্ম ‘চলো জিতে হ্যায়’ স্ক্রিনিংয়ে যোগ দিতে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। যে শর্ট ফিল্মটি নরেন্দ্র মোদির প্রথম জীবনের প্রেক্ষিতে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে।

সেখানে গিয়ে সিনেমাটি সম্পর্কে কঙ্গনা বলেন, ‘সিনেমাটি ভীষণই সুন্দরভাবে নির্মিত হয়েছে। এখানে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যিনি ছেলেবেলায় ভীষণ সংবেদনশীল শিশু ছিলেন। যার জীবন বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে দিয়ে কেটেছে। তবে আমার মনে হয়, এই সিনেমাটা যতটা না নরেন্দ্র মোদির সম্পর্কে তুলে ধরা হয়েছে, তার থেকেও এখানে বেশি উঠে এসেছে আমাদের কথা। সমাজের প্রয়োজনে কীভাবে সকলকে জেগে উঠতে হবে। যদিও এই সিনেমাতে নরেন্দ্র মোদির জীবনের খুব সামান্য অংশই উঠে এসেছে।’

এই অনুষ্ঠানেই কঙ্গনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তিনি প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) হওয়ার জন্য একটুও উপযুক্ত নন। তিনি তার বাবা-মায়ের জন্য এই জায়গায় পৌঁছননি। তিনি এই জায়গায় পৌঁছেছেন কারণ তিনি গণতান্ত্রিক এই দেশেকে চালনা করার জন্য একজন উপযুক্ত নেতা। আমার তাকে নির্বাচিত করেছি। তিনি আজ যে জায়গায় আছেন, অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সেই জায়গায় পৌঁছেছেন। তার যোগ্যতা নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’

পাশাপাশি কঙ্গনাকে প্রশ্ন করা হয়, নরেন্দ্র মোদির কি আগামী নির্বাচনের পরেও প্রধানমন্ত্রী থাকা উচিত? জবাবে কঙ্গনা বলেন, ‘অবশ্যই। কেন নয়? ৫ বছর একটা দেশকে অন্ধকূপ থেকে বের করা সম্ভব নয়। আর আমাদের দেশ এখনও সেই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। আমদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করি উচিত।’

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি