আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না: সানি লিওন
প্রকাশিত : ২২:১৮, ৩০ জুলাই ২০১৮
 
				
					সাবেক পর্ণ অভিনেত্রী ও বলিউড নায়িকা সানি লিওন অভিনয় করেছেন একটি ওয়েব সিরিজে। ‘করণজিৎ কউর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’ মুক্তি পেয়েছে। সানির এই বায়োপিক নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই দেখানো হয়নি।
সানি লিওন জানিয়েছেন, তিনি ছবিটির জন্য প্রস্তুতই ছিলেন না। বিশেষ করে বাবা-মার মৃত্যু আরও একবার দেখতে হয়েছে তাকে। সেটা তাকে আরও একবার দুঃখ দিয়েছে।
২০০৮ সালে সানি লিওনের মা মারা যান। ২০১০ সালে দীর্ঘ দিন ক্যানসারে অসুস্থ থাকার পর মারা যান তার বাবা। মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে সানি লিওন বলেছেন, আমি জানি যে, ছবিতে যারা অভিনয় করেছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু আবেগ ও পরিস্থিতিটা তো একই ছিল। অনস্ক্রিন বাবাকে ক্যানসারে ভুগতে দেখা বা কফিনে মাকে, ঘটনাগুলিকে জীবন্ত করা সহজ ছিল না। হৃদয়ের ব্যথা কখনই মুছে যায় না। আমিই এসব পরিস্থিতির মধ্য দিয়ে আরও একবার যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম। ভেবেছিলাম আমি এসবের জন্য প্রস্তুত, আসলে তা নয়।
এসি
 
				        
				    






























































