ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

অভিনেত্রী সুচেতা চক্রবর্তী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চলে গেলেন ভারতীয় টেলিভিশন তারকা অভিনেত্রী সুচেতা চক্রবর্তী। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বিখ্যাত এই টেলি অভিনেত্রী মারা গেছেন গতকাল বুধবার।

তিনি দীর্ঘদিন ধরে বাংলা সিনেমা ও সিরিয়ালে অভিনয় করছিলেন। স্টার জলসার জনপ্রিয় ‘আচল’ সিরিয়ালে অভিনয় করে দুই বাংলাতেই পরিচিতি লাভ করেছেন তিনি। এছাড়াও কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালিকা হিসেবেও তাকে দেখা গেছে। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন টেলি পাড়ায় টিকে ছিলেন সুন্দরী এই অভিনেত্রী।

ক্যান্সার ধরা পড়ার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা চলার সময় বহুবার তিনি অসুস্থ হয়ে পড়েন।

অভিনেত্রীর প্রয়াণে টলি পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি