ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঈদ নাটকে রুহীর ব্যস্ততা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী। ঈদ উপলক্ষে নির্মিত ছয়টি নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নেপালের মনোরম সব লোকেশনে চিত্রায়ন হয়েছে নাটকগুলোর।

সৈয়দ ইকবাল, কামাল আহমেদ ও গল্পওয়ালার রচনায় নাটকগুলো পরিচালনা করেছেন যথাক্রমে আহমেদ কামাল, নাজমুল রনি ও রাহাত মাহমুদ।
রুহী অভিনীত নাটকগুলো হচ্ছে- ক্রসচেক, দ্বিতীয় দেখা, গোলকধাঁধা, ট্রুথ অর ডেয়ার, বিপরীত ভালোবাসা ও অপশনাল বয়ফ্রেন্ড। নাটকগুলোতে রুহীর বিপরীতে অভিনয় করেছেন সজল, কল্যাণ কোরাইয়া, এসএম জনি ও এলেন শুভ্র।
এ প্রসঙ্গে রুহী বলেন, ‘ভিন্ন সব গল্পে নেপালে চিত্রায়িত নাটকগুলোতে অভিনয় করেছি, যেখানে আমাকে ভিন্ন সব চরিত্রে দেখা যাবে। নেপালের মনোরম লোকেশনে শুটিংয়ের ফলে নাটকগুলো দর্শক দেখে বেশ আনন্দ পাবে।’

আসছে ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে নাটকগুলো প্রচার হবে বলে জানান রুহী।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি