ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঈদে রাজের ‘আজ পুতুলের জন্মদিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন। সারাজীবন নিজের জন্মদিন পালন না করলেও স্ত্রীর জন্মদিন নিয়ে সেলিমের উচ্ছ্বাসের কমতি নেই। পেশায় মোটর মেকানিক সেলিম তার স্ত্রী পুতুলকে প্রচণ্ড ভালোবাসে। সংসারে মাত্র তিনজন মানুষ। বিধবা মা আর তারা স্বামী-স্ত্রী। সুখেই দিন কাটছে সেলিমের। মোঘল সম্রাট সেলিমের মতো তার হয়তো সম্রাজ্য নেই, কিন্তু তার আছে পুতুলের সঙ্গে ভালোবাসার সংসার। আজ সকাল থেকেই সেলিমের মাথায় নানা পরিকল্পনা ঘুরছে। একটা কেক কিনতে হবে। কেক না হলে তো আবার ‘হ্যাপি বার্থডে’ করা যায় না। সঙ্গে কিছু ফুলও লাগবে!

ঈদ উপলক্ষে এমনই গল্প নিয়ে নির্মাণ হয়েছে বিশেষ নাটক ‘আজ পুতুলের জন্মদিন’। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও সাফা কবির।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি