ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নতুন বিজ্ঞাপনে অরুনা বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

দীর্ঘ ২৫ বছর পর নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন অভিনেত্রী অরুনা বিশ্বাস। শাকিব ফাহাদের নির্দেশনায় টেলিকম কোম্পানি ‘রবি’র নতুন একটি গ্রাহক সেবার বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে গাজীপুরে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।

আজ থেকে দেশের প্রায় সব টিভি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। দীর্ঘ ২৫ বছর পর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে ভীষণ আবেগাপ্লুত এবং আনন্দিত অভিনেত্রী।

তিনি বলেন, ভাবতেই অবাক লাগে যে এতটা বছর আমাকে নিয়ে কেউ বিজ্ঞাপনে কাজ করেনি। অবশ্যই আমি কৃতজ্ঞ নির্মাতা শাকিব ফাহাদের কাছে যে, তিনি আমার ব্যক্তিত্বর ওপর বিশ্বাস রেখে আমাকে দিয়ে দেশব্যাপী একটি টেলিকম কোম্পানির বিশেষ গ্রাহক সেবার কথা গ্রাহকের কাছে তুলে ধরার কাজটি করিয়েছেন। এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আমি সত্যিই ভীষণ খুশি। আমার মা জ্যোৎস্না বিশ্বাসও ভীষণ খুশি হয়েছেন।

এদিকে, এরইমধ্যে অরুনা বিশ্বাস মোহন খানের নির্দেশনায় ছয় পর্বের ঈদ ধারাবাহিক ‘সময়টা আমাদের’র কাজ শেষ করেছেন। এটি আসছে ঈদে প্রচার হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি