ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সেলিম আল দীনের জন্মদিনে জাবিতে তিন দিনব্যাপী আয়োজন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১৭ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:১৪, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বরেণ্য নাট্যবক্তিত্ব নাট্যাচার্য সেলিম আল দীনের ৭০তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব  বিভাগ।

শুক্রবার বিকেলে সেলিম আল দীন জন্মজয়ন্তী উদযাপন কমিটি-২০১৮ এর আহবায়ক ইসরাফিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।     

তিন দিনব্যাপী উৎসবের মূল আয়োজন থাকবে ১৮ আগস্ট। এর আগে ১৬ আগস্ট জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাব-৩ এ সেলিম আল দীনের ‘গ্রন্থিকগণ কহে’ নাটক পরিবেশন করা হয়। ১৭ আগস্ট একই স্থানে পরিবেশিত হবে সেলিম আল দীনের নাটক যৈবতী কন্যার মন অবলম্বনে নাটক ‘পরী’।   

শেষ দিন ১৮ আগস্ট সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে র‌্যালী নিয়ে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। পরে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাব-৪ এ ‘গ্লোবাল ভিলেজে সেলিম আল দীন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন ড. হাবিব জাকারিয়া।

অধ্যাপক আফসার আহমদের সভাপতিত্বে সেমিনারে আরও অংশগ্রহণ করবেন নাসির উদ্দীন ইউসূফ ও অধ্যাপক রশীদ হারুন।

পরে জহির রায়হান মিলনায়তনের থিয়েটার ল্যাব-৩ এ দুপুর সাড়ে ১২টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় জাবির নাটক ও নাট্যতত্ত্ব  বিভাগের প্রযোজনায় মঞ্চত্ব হবে সেলিম আল দীনের নাটক ‘ধাবমান’ ও ‘কীর্তনখোলা’।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি