ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ঈদের বিশেষ নাটক ‘বউয়ের দোয়া পরিবহন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পরিবহনের নাম ‘মায়ের দোয়া পরিবহন’ এমন লেখা বহু দেখা গেছে। এবার মায়ের বদলে যুক্ত হয়েছে ‘বউ’। ঈদ উৎসবের একটি বিশেষ নাটকে দেখা গেছে এমন কাণ্ড।

আলমগীর আহসানের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় বিশেষ এই ধারাবাহিক নাটকের নাম ‘বউয়ের দোয়া পরিবহন’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান ও মৌসুমী হামিদ। আরও থাকছেন জামিল, সানজিদা তন্ময়, রাশেদ সীমান্ত, চিত্রলেখা গুহ, আমীরুল হক চৌধুরী প্রমুখ।
পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘বউয়ের দোয়া নিয়েই গল্পটি সাজিয়েছি। বউয়ের কারণে শ্বশুর বাড়ি থেকে একটা সিএনজি উপহার পান ধলা মিয়া। সেটির নাম রাখেন ‘বউয়ের দোয়া পরিবহন’। এ পরিবহন নিয়েই ঘটতে নানা হাস্যরসের ঘটনা।’
বৈশাখী টিভিতে ঈদের সাত দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি