ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

দীপু হাজরার নতুন নাটক ‘মেঘ দেখবে বলে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৩১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

‘আশা ও তার বান্ধবী প্রসূনের একসঙ্গে নেপালে ঘুরতে আসার কথা ছিল। কোন এক জরুরি কাজের জন্য প্রসূন আসতে পারেনি। বাধ্য হয়ে আশার একারই আসতে হয়। কিন্তু এয়ারপোর্টে তার লাগেজ ও সব ডলার হারিয়ে যায়। বিপত্তিতে পড়ে যায় আশা।

অপরদিকে একই ফ্লাইটে নেপালে আসে জোভান। আশার চিন্তিত চেহারা দেখে সাহায্য করতে এগিয়ে আসে জোভান। কিন্তু বিষয়টি ভালো ভাবে নেয়না আশা। এদিকে আশা যে হোটেলরুমে উঠেছে ভুলক্রমে হোটেল ম্যানেজার জোভানকেও একই রুমের মাস্টার চাবিটা দিয়ে দেয়। হঠাৎ দরজা খুলে আঁতকে ওঠে জোভান। ঘটতে থাকে নানা ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মেঘ দেখবে বলে’।

নেপালে চিত্রায়িত নাটকটি রচনা করেছেন প্রিন্স এ.আর এবং পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, প্রসূন আজাদ, তানভীর, আজমেরী আশা, আহসান আলমগীর প্রমুখ।

নাটকটি আরটিভিতে প্রচারিত হবে আগামীকাল শনিবার।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি