ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

শুভশ্রী-মিমিকে নিয়ে রাজের পূজার সফর শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজ-মিমি-শুভশ্রী। সম্প্রতি একসঙ্গে তাদের একই ছাদের নিচে শুটিং করার খবর প্রকাশ পেয়েছে।আর যে খবর প্রকাশের পর তোলপাড় শুরু হয় টালিপাড়ায়। পূজা উপলক্ষ্যে একটি গানের ভিডিও করতেই একই ছাদের নিচে আসেন তারা। তবে কথা হয়নি কারও সঙ্গে। তবে শোনা যাচ্ছে, মিমি যে অংশে থাকছেন সে পর্বের পরিচালনায় থাকছেন বাবা যাদব। তাই সবাইকে এক ক্যামেরায় পাওয়া যাবে কি না তা এখনই বলা যাচ্ছে না। ইতিমধ্যে লাহা বাড়িতে শুরু হয়েছে শুটিং। এখন শুধু অপেক্ষা।

এদিকে সম্প্রতি শুটিং ফ্লোর থেকে ছবি পোস্ট করেন পরিচালক রাজ। সঙ্গে ছিলেন বাবা যাদবও। এবছর ঢাকের আওয়াজ, ধুনিচি নাচের সঙ্গে পূজার উৎসবে মেতে উঠবে তিন তারকা। টিএমটি বারের পূজার একটি মিউজিক অ্যালবামে দেখা যাবে এই তিনজনকে। থাকছেন মাঠ কাঁপানো ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও। এছাড়াও নাকি দেখা যাবে বনি সেনগুপ্ত ও নুসরত জাহানকে। এটির সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন জিৎ গাঙ্গুলি।

প্রসঙ্গত, বাগদানের পর থেকেই সোশ্যাল মিডিয়ার হট কেক ছিল রাজ-শুভশ্রী। বর্তমানে দুজনই নিজেদের কাজে মনযোগী হয়ে উঠেছেন। 

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি