ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রিচির মেয়ের জন্মদিনের পার্টিতে তারকাদের মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ছোট পর্দার প্রিয় মুখ রিচি সোলায়মান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। কারণ সেখানে তার স্বামী রাশেক মালিক পুলিশ বিভাগের কর্মকর্তা। এ জুটির দুটি সন্তান রয়েছে। তাদের বড় ছেলে রাইয়ানের বয়স আট বছর। আর ছোট মেয়ে ইলমার বয়স এক বছর পূর্ণ হয়েছে গত ২২ আগস্ট। মেয়ে ইলমার প্রথম জন্মদিন উপলক্ষে গত ৩১ আগস্ট রাজধানীর একটি পার্টি সেন্টারে এক জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন রিচি ও রাশেক দম্পতি। এই অনুষ্ঠানে অংশ নেন তাদের কাছের মানুষ ও বিনোদন জগতের তারকারা।
রিচির আমন্ত্রণে এই অনুষ্ঠানে অংশ নেন জয়া আহসান, মুনিরা মিঠু, মুনা চৌধুরী, সকাল আহমেদ, রুনা খান, প্রাণ রয়, দীপা খন্দকার, বিজরী বরকতউল্লাহ, সুইটি, চয়নিকা চৌধুরী, ডলি জহুর, ইন্তেখাব দিনার, রওনক হাসান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, বাপ্পা মজুমদারসহ অনেকে।
তারকারা এই অনুষ্ঠানের ছবি নিজেদের ফেসবুকে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ছোট্ট ইলমাকে। ছবিদেখে বোঝাই গেছে যে- ওই দিন অনুষ্ঠানস্থল তারকাদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি