ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ছোট পর্দায় পূর্ণিমার পছন্দের তারকা কে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ৩ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের সহকারী ম্যানেজার-ক্রিয়েটিভ ইনচার্জ চিত্রনাট্যকার রুম্মান রশী খান তার নিজের ফেসবুক হ্যান্ডেলে নেটিজেনদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করেছিলেন। তিনি সবার কাছে জানতে চান- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো ছাড়া মুহূর্তে ছোট পর্দায় আপনার প্রিয় অভিনেতা কে? কিংবা কার ভেতর অসীম সম্ভাবনা দেখতে পান?

মুহুর্তের মধ্যে এই প্রশ্নের জবাবে অসংখ্য মন্তব্য আসতে শুরু করে। অনেকেই অনেক তারকার নাম লিখে তাদের পছন্দের কথা প্রকাশ করেন।

বসে ছিলেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তরুণদের মধ্যে ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদের নামটি তিনি পছন্দ করেন। সাম্প্রতিক সময়ের সাজ্জাদের কাজগুলো পূর্ণিমাকে মুগ্ধ করেছে।

পূর্ণিমা তাই উত্তর দেন ইরফান সাজ্জাদ। অর্থাৎ মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, আফরান নিশো এর পরে পূর্ণিমা সম্ভাবনা দেখেন ইরফান সাজ্জাদের মধ্যে। পূর্ণিমা অবশ্য পরে তার মন্তব্যটি সরিয়ে নেন। উল্লেখ্য, এক সময়ের ঢালিউড কাঁপানো এই অভিনেত্রী ছোটপর্দায়ও কাজ করছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি