ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

‘বিগ বস’-এ কামব্যাক করছেন তনুশ্রী?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২১:২৯, ৯ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রথম ছবি দিয়েই বলিউডে ঝড় তুলেছিলেন। গুটি কয়েক ছবিতে অভিনয় করেছিলেন। আর তার পরে হঠাৎই যেন হারিয়ে গেলেন। সেই তনুশ্রী দত্তই নাকি আবার ফিরতে চলেছেন। তবে অভিনয়ে নয়। বিগ বসের ঘরেই নাকি দেখা মিলতে পারে অভিনেত্রীর।

এমনই খবর রোটেছে বলিউড জগতে। সব দিক ঠিক থাকলে ‘বিগ বস’-এর দ্বাদশ সিজনে থাকতে পারেন তনুশ্রী দত্ত। শোনা যাচ্ছে, শুধু তনুশ্রীই নয়। তার সঙ্গে জুটিতে থাকতে পারেন অভিনেত্রীরই বোন ইশিতা দত্ত।

দিন কয়েক আগেই মুম্বাইতে পা রেখেছেন তনুশ্রী। তনুশ্রীর বক্তব্য, শুধু পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতেই তিনি মুম্বাইতে এসেছেন। কিন্তু বলি পাড়া তো অন্য কথা বলছে! তা অবশ্য গুজব বলে পুরোপুরি উড়িয়ে দিলেন অভিনেত্রী। বললেন, এটা একটা ফেক নিউজ। না আমাকে, না ইশিতাকে, কাউকেই বিগ বস হাউসের তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়নি। কেউ একটা এ সব গুজব ছড়াচ্ছেন। বুঝে উঠতে পারছি না তিনি কে?

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি