ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মিলন-নাবিলার ‘কবি, কবিতা ও সজারু’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দয়াল সাহার রচনায় এবং সজীব মাহমুদ এর পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘কবি, কবিতা ও সজারু’।এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাবিলা ইসলাম, টুটুল চৌধুরী, সায়লা ইসলাম প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায়- স্বামীর নির্যাতনের শিকার কবিতা। তিনি মাঝে মাঝে প্রতিবাদ করার চেষ্টা করেও ব্যর্থ হন। একদিন বাড়ির ছাদে কাপড় নাড়তে গিয়ে চিলেকোঠায় ভাড়া নেওয়া কবির সঙ্গে পরিচয় হয় কবিতার। ধীরে ধীরে তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ করেই কোনো এক অজানা মাধ্যম থেকে কবিতার কাছে একটি চিরকুট আসে। সেখানে একটি সজারুর কাঁটা থাকে। এমন সময় গোসল করতে থাকা রবির শার্টে লিপস্টিকের দাগ দেখে। এরপর একদিন কবিতা সজারুর কাঁটাটা সজোরে রবির বুকে ঢুকিয়ে দেয়। রবি মারা যায়!

নাটকটি আজ বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি