ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

৫১-তেও সবুজ জাহিদ হাসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৫৮, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা জাহিদ হাসান। ছোট পর্দার জনপ্রিয় তারকা তিনি। আজ তার জন্মদিন। ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তিনি। ৫০ পেরিয়ে ৫১-তে পা রেখেছেন এই গুনি অভিনেতা। কিন্তু সময়ে সঙ্গে বয়স বাড়লেও এখনও সবুজ তার মন, শরীর ও অভিনয়।

বছরের অন্যান্য সময়ে জাহিদ হাসান শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু এই দিনটিতে তিনি কখনোই শুটিং করেন না। পরিবারের সঙ্গেই সময় কাটান তিনি।

নিজের জন্মদিন প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘প্রত্যেক মানুষের জন্মের একটা আলাদা সৌন্দর্য আছে। আবার মৃত্যুরও সৌন্দর্য আছে। তাই এই পৃথিবীতে মানুষ যতদিন বাঁচে সেটাই যেন এক আলাদা সৌন্দর্য। আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট।’

তিনি আরও বলেন, ‘এক জীবনে যা পেয়েছি তাতেই সন্তুষ্ট আমি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার দোয়া ও ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই। এটা সত্য যে ৪ অক্টোবর আমার জন্মদিন। আমার কাছে এই দিনটা অনেক কিছু। এটা ৮ অক্টোবর কিংবা ১২ অক্টোবরও হতে পারতো। কিন্তু আল্লাহ আমাকে এই পৃথিবীতে ৪ অক্টোবরই পাঠিয়েছেন। তাই এটি আমার জন্য অন্যরকম দিন।

উল্লেখ্য, ৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, তৌকীর আহমেদের হালদা, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক তিনি বানিয়েছেন।

নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। প্রতিষ্ঠিত মডেল মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জাহিদ হাসানের রয়েছে দুই সন্তান। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি