ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

‘দহন’র টিজারে সিয়ামের চমক (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ঢালিউডের নয়া হিরো সিয়াম আহমেদ। ‘পোড়ামন টু’ সিনেমা দিয়ে তার বড় পর্দায় অবির্ভাব। এবার আসছেন ‘দহন সিনেমা নিয়ে। ‘পোড়ামন টু’ এর সাফল্যের পর এবার তাকে এ সিনেমাটিতে দেখা যাবে। রোমান্টিক হিরো থেকে এবার অ্যাকশান হিরো। ‘দহন’ এর ফাস্ট লুক এমনটাই জানান দিচ্ছে। এরই মধ্যে ‘দহন’-এর টিজারে হাজির হয়েছেন সিয়াম আহমেদ।

শুক্রবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এটি প্রকাশ পেয়েছে। টিজারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছেন সিয়াম।

টিজারে দেখা যায়, রাস্তার চারপাশে আগুন জ্বলছে, লোকজন এদিক ওদিক ছোটাছুটি করছে। দ্রুত গতিতে ছুটে আসা একটি জ্বলন্ত টায়ারকে পা দিয়ে থামিয়ে এই আগুনে সিগারেটে জ্বালালেন সিয়াম। এরপর ধোঁয়া ফুঁকে নিজের চরিত্রের জানান দিলেন তিনি।

এদিন টিজারটি প্রকাশ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়া জানায়, ২০১২ সালের এই ৫ অক্টোবর প্রতিষ্ঠানটির প্রথম সিনেমা ‘ভালোবাসার রং’ মুক্তি পায়। আর এই উপলক্ষেই শুক্রবার ‘দহন’র টিজার প্রকাশ করা হয়েছে।

রায়হান রাফি পরিচালিত ‘দহন’ সিনেমায় সিয়ামের নায়িকা সেই পূজা চেরি। এটি সিয়াম-পূজা জুটির দ্বিতীয় সিনেমা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি