ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

মৌসুমীর ‘ক্রেজি ফ্যান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা মৌসুমী। বাংলা চলচ্চিত্রে, বিশেষ করে ঢালিউডের অন্যতম সেরা নায়িকাদের একজন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শকদের হৃদয়। দেশে এখনও তার ভক্ত সংখ্যা অনেক। সেই প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পাওয়ার পর কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেন প্রিয়দর্শিনীখ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি মৌসুমীর এক ‘ক্রেজি ফ্যান’ অর্থাৎ ‘পাগল ভক্ত’র দেখা পেলেন।

সবারই জানা আছে, রাজধানীর উত্তরায় প্রিয় নায়িকা মৌসুমীর একটি রেস্টুরেন্ট রয়েছে। সেখানে খেতে এসেছিলেন নারায়ণগঞ্জের একটি পরিবারের সদস্য। প্রিয় তারকার রেস্টুরেন্ট বলে কথা। সেখানে নারায়ণগঞ্জ থেকে স্বামী-সন্তান ও ছোট বোনকে নিয়ে উত্তরায় আসেন সোমা পরিবার। খাওয়া-দাওয়ার এক পর্যায়ে তারা জানতে পারেন রেস্টুরেন্ট–এ রয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী। একথা জানার পর তার সঙ্গে দেখা করার জন্যে ব্যাকুল হয়ে পড়েন সোমা। এমন একজন ভক্তের খবর পেয়ে মৌসুমীও দেখা করতে রাজি হয়ে যান। এরপর কিছু সময় দুজনের কথা হয়।

ভক্ত সোমা জানান, কেয়ামত থেকে কেয়ামত দেখার পর থেকেই মৌসুমীর ভক্ত তিনি। এরপর তার বেশির ভাগ সিনেমা দেখেছেন। সেসব একেবারে মুখস্থ তার।

ভক্তকে পেয়ে মৌসুমী বলেন, ভক্তরা আছেন বলেই আমি মৌসুমী। সোমা, তার স্বামী-সন্তানের জন্য অনেক শুভ কামনা থাকলো।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি