ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

রহস্যে ঘেরা দেবীর অফিশিয়াল পোস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

‘দেবী’ নিয়ে চলছে চরম উন্মাদনা। কারণ দেশের চলচ্চিত্র অঙ্গনে ‘দেবী’ আসছে ভিন্ন কিছু নিয়ে। এ মূহুর্তে তাই সবার দৃষ্টি জয়ার ‘দেবী’তে। আলোচিত এ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৯ অক্টোবর। তবে মুক্তির আগে ‘দেবী’ দেখাচ্ছে একের পর এক চমক। 

মঙ্গলবার সিনেমাটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারে দেখা গেছে- রানু বসে আছে সামনের দিকে চেয়ে। পেছনে দাঁড়িয়ে মিসির আলী। যে তাকে দেখছেন।

পোস্টারটি ভালো করে দেখলে চোখে পড়বে অন্য এক নারীর ছায়ামূতি। আলো-আঁধারির ছায়ায় দাঁড়িয়ে থাকা সেই নারী কে? আনমনে বসে থাকা রানুর সামনে একটি হাত আছে যা তাকে ধরতে চাইছে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া ও ইরেশ জাকের।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি