ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

গানেও ফিরছেন ঈশিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৩, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেত্রী ঈশিতা। পর্দায় তিনি অভিনেত্রী। তার এ পরিচয়টাই সবার জানা। কিন্তু এটি ছাড়াও তার রয়েছে আরও একটি পরিচয়। তিনি সঙ্গীতশিল্পী। যদিও অনেকে এটি জানেন না, অথবা মনে নেই। তবে এবার দীর্ঘ দিন পর এ শিল্পী আবারও সেই কথা মনে করিয়ে দিলেন। নতুন গান নিয়ে ফিরছেন তিনি।

২০০২ সালে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয় ঈশিতার পঞ্চম গানের অ্যালবাম। তারপর দীর্ঘ বিরতি। চলতিবছর সংসার ও নিজের পেশাগত জীবনের ব্যস্ততা ঠেলে ফিরেছেন অভিনয়ে। এবার ফিরলেন গানে।

সোহেল আরমানের কথায় ‘তোমার জানালায়’ শিরোনামের গানটি সুর-সংগীতায়োজন করেছেন ইবরার টিপু। গানটি কণ্ঠে তুলে নিয়েছেন ঈশিতা। শুধু তাই নয়, নির্মাতা রেদওয়ান রনির প্রতিষ্ঠান পপকর্ণ থেকে চিত্রায়িত হয়েছে গানটির গল্প নির্ভর ভিডিও। এতে অভিনয়ও করেছেন ঈশিতা তার সঙ্গে দেখা যাবে আসাদুজ্জামান আসাদকে।

১১ অক্টোবর সন্ধ্যায় গানের ভিডিওটি উন্মুক্ত হবে চ্যানেল আইয়ের ইউটিউব পর্দায়।

এ বিষয়ে ঈশিতা বলেন, ‘গান প্রকাশে একটা দীর্ঘ বিরতি ছিলো। কিন্তু এর মধ্যে আমি নিজে নিজে গান করেছি। নিজের ব্যস্ততা ছিলো। অভিনয়ে যেভাবে ফেরা হলো একইভাবে মনে হচ্ছিলো ভালো কোন কথা ও সুর পেলে গানটাও করা যাবে। এ গানটি পছন্দ হওয়ায় গাইলাম। নিজের কাজের ফাঁকে বছরে দু তিনটি নাটকে যেমন অভিনয় করবো তেমনি দু’তিনটি গানও করার ইচ্ছা আছে। গানের ভিডিওটিও খুব চমৎকার হয়েছে। এতে চিরন্তন প্রেমের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি