ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

নতুন রুপে ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের ‘স্বপ্নসুন্দরী’বলা হয় তাঁকে। নিযুত তরুণদের ঘুম কেড়ে নেন তিনি। কখনও রেড কার্পেট মাড়িয়ে কখনো পর্দায় কোমর দুলিয়ে কখনো ফ্যাশনে। তাঁর ঝলকে মাত তারুণ্য।

বলছি বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের কথা। বড় পর্দায় তাঁর উপস্থিতি দর্শকদের অন্যরকম আনন্দ দেয়। উচ্ছ্বসিত করে তোলে। দাম্পত্য জীবনে প্রবেশ করার পর পর্দায় তাঁর উপস্থিতি কমে গেছে। তবে দর্শকদের হৃদয়ে তাঁর উপস্থিতি সদা সর্বদা।

এবার সেই ঐশ্বর্য রাই বচ্চন এমনভাবে দর্শকদের সামনে হাজির হলেন, যা দেখলে আপনার চোখ আটকে যেতে পারে।

জানা গেছে, একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনের জন্যই ঐশ্বর্যকে অন্যরকম লুকে দেখা যাচ্ছে। যেখানে বলিউডের জনপ্রিয় ডিজাইনার সব্যসাচি মুখোপাধ্যায়ের তৈরি পোশাকে হাজির হতে দেখা গিয়েছে। সব্যসাচি মুখোপাধ্যায়ের শাড়িতে যখন ঐশ্বর্য হাজির হন, তখন যেন তাঁর ভক্তদের চোখে একেবারে ঝলসে যায়।

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিয়েতেও হাই প্রোফাইল জুটির জন্য ডিজাইনার পোশাক তৈরি করেন সব্যসাচি মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, দীপিকা পাডুকনও নাকি তাঁর বিয়ের পোশাকের দায়িত্ব দিয়েছেন জনপ্রিয় এই বাঙালি ডিজাইনারের কাছে। তবে এ বিষয়ে সঠিকভাবে এখনও কিছু জানা যায়নি।

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি