ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শুক্রবার দীপু হাজরার ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ১১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

‘শন্তা, আরমান ও রুপা। তিনজনই পেশায় সাংবাদিক। ক্রিড়া সাংবাদিকতার দায়িত্বে নেপালে আসেন সাফ গেমস্ কভার করতে। হঠাৎ শান্তা কোন এক মার্কেটে রঞ্জন নামের বিখ্যাত এক বাংলাদেশী অভিনেতাকে চিনে ফেলে। কিন্তু রঞ্জন এখন আর অভিনয় করেন না। প্রায় ২ বছর অনেকটা আত্মগোপন করে আছেন তিনি। শান্তা বেশ নাছরবান্দা। সে জানতে চায় কেন সে এত বছর অভিনয় থেকে দূরে রয়েছে? কেন সে নেপালে লুকিয়ে আছে? কিন্তু কোন ভাবেই রঞ্জন সেটা স্বীকার করে না। একদিন শান্তা রঞ্জনের পিছু নিয়ে তার নেপালের বাসায় গিয়ে হাজির হয়।
অপরদিকে আরমান বেশ দূর্বল শান্তার প্রতি। শান্তা যেন বুঝেও না বোঝার ভান করছে। রুপা যতই আরমানকে ভালোবাসুক না কেন তাতে আরমান ভ্রুক্ষেপ করে না।’ এমন গল্পে নেপালে চিত্রায়ীত হয়েছে বিশেষ নাটক ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’।

নাটকটি রচনা করেছেন মাসুম শাহরীয়ার এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন- এফ.এস নাঈম, আজমেরী আশা, মনোজ প্রামানিক, নাবিলা ইসলাম, আসিফ নজরুল প্রমূখ।

নাটকটি শুক্রবার আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি