ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রথমবার বিজ্ঞাপনে সিয়াম-নাদিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ১২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৯:২৮, ১২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দুজন দুই পর্দার জনপ্রিয় তারকা। তবে শুরুর দিকে একই পর্দায় তাদের দেখা গেছে। তবে এ মূহুর্তে বড় পর্দাতেই ব্যস্ত সিয়াম আহমেদ। অন্যজন নাদিয়া, দর্শক মাতিয়ে যাচ্ছেন ছোট পর্দায়।
এর আগে নাটক কিংবা টেলিফিল্মে জুটি বেঁধেছেন এই দুই তারকা। তবে কাজ করা হয়নি বিজ্ঞাপনে। এবার প্রথমবারের মত একটি বিজ্ঞাপনে জুটি হলেন তারা।

সম্প্রতি রাজধানীর উত্তরার দিয়া বাড়ি ও এর আশপাশের এলাকায় এ বিজ্ঞাপন চিত্রের শুটিংয়ে অংশ নেন সিয়াম-নাদিয়া। রোজ ক্যাফে কফির এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পার্থিব রাশেদ।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমরা একসঙ্গে অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করলেও বিজ্ঞাপনে এটাই প্রথম। এর আগে নাদিয়ার সঙ্গে সর্বশেষ ‘আমাদের সেই প্রেম’ মিউজিক ভিডিওতে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে আমি সবসময় প্রোডাক্ট ও কনসেপ্টের উপর গুরুত্ব দেই বেশি। এ কাজটিও ঠিক তেমনই। ভালো ব্লেন্ড কফি, মূল্যটাও সাধ্যের মধ্যে। আশা করছি সবাই পছন্দ করবে।’

নাদিয়া বলেন, ‘সিয়ামের সঙ্গে আমার কেমিস্ট্রি খুবই ভালো। আমরা দুজন খুবই ভালো বন্ধু। এজন্য আমাদের কাজ করতে আরও অনেক বেশি সুবিধা হয়। একজন আরেকজনের ভুল-ত্রুটি থাকলে সেটা ধরিয়ে দেই। যেকোনো কাজের ক্ষেত্রেই কো-আর্টিস্টের সঙ্গে কেমিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। এতে করে কাজটা ভালো হয়।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি