ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মেহের আফরোজ শাওনের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:০০, ১২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আজ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী, অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের জন্মদিন। একুশে পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। 

দিনটি উদযাপন প্রসঙ্গে মেহের আফরোজ শাওন বলেন, ‘জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। গত এক মাস আমি দেশের বাইরে ছিলাম। কয়েকদিন হল দেশে ফিরেছি। অনেক কাজ জমে আছে। সেগুলো শেষ করছি। এছাড়া জন্মদিনের কোনো বিশেষত্ব আমার কাছে নেই। আজকে হয়তো সন্তানদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যাব।’

এদিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন শাওন। সেখানে তিনি লিখেছেন-

[আমি ফিরেছি।
বাংলাদেশে...
এবং ফেসবুকে...
এবারের উত্তর আমেরিকা যাত্রা ছিল আমার জন্য একটা শিক্ষা সফর। বেশকিছু বিষয়ে আগামী ২/৩ জন্মের জন্য শিক্ষা হয়ে গেছে।
সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা ঘটেছে অক্টোবর ৭ এ...
আমার ভার্চুয়াল বাড়ির ভেতরে ডাকাত পড়েছিল। আমি তখন নিউইয়র্কে- হুমায়ূন মেলার স্টেজে। ‘হুমায়ূন ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে গুণী ব্যক্তিদের চমৎকার আলোচনা চলছে- সঙ্গে স্মৃতিচারণ।
আমি মুগ্ধ হয়ে সবার কথা শুনছি আর আমার হাতের ফোন থেকে অনবরত ‘টিং টিং’ শব্দ হচ্ছে। বিব্রত আমি ফোনটা নি:শব্দ করে দিলাম।
তখনও বুঝিনি, আমার ফেসবুক ঠিকানার নিরাপত্তায় থাকা ইমেল থেকে সতর্কবানী আসছে।
আলোচনা শেষে স্টেজ থেকে নামতেই শুরু হলো হলো
সেলফি শিকারীদের ভীড়। আমি মুখখানা কিঞ্চিত বাঁকিয়ে সবার সাথে সেলফি তুলতে তুলতে ফোনে চোখ বুলালাম। ব্যাস... আমার মাথায় স্বশব্দে পাঁচটা বাজ পড়লো। আমার ফেসবুক নিরাপত্তার পাঁচ পাঁচটি বেষ্টনী পেরিয়ে জনৈক হ্যাকার (নাকি ডাকাত!) আমার প্রানপ্রিয় আইডিখানা দখলে নিয়েছে!!! 
সত্যি বলছি... আমি নিজেই জানতাম না এই ‘ফেসবুক’ নামক বস্তুটিতে আমি এতোখানি আসক্ত!!! 
সবচেয়ে হাস্যকর যে বিষয়টি আমাকে পীড়া দিতে লাগলো- এবারের জন্মদিনে অনেকেই আমাকে শুভেচ্ছা জানাতে পারবে না! 
নিজের বোকা বোকা চিন্তায় খুব হাসি পাচ্ছে। কিন্তু সুখের কথা হইল আমার ভার্চুয়াল বাড়ির দখল বুঝে পেয়েছি।
জ্বি হ্যাঁ... আজ আমার জন্মদিন।
এখন তাড়াতাড়ি শুভেচ্ছা জানানো শুরু করেন...’]

উল্লেখ্য, মেহের আফরোজ শাওন প্রয়াত নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে নিয়মিত পথচলা শুরু করেন। তারপর তিনি হুমায়ূন আহমেদের নির্দেশনায় একেএকে বেশকিছু জনপ্রিয় প্যাকেজ এবং ধারাবাহিক নাটোকে অভিনয় করেন। এছাড়া শাওন অভিনয় করেছেন বেশ ক’টি চলচ্চিত্রে। চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘আমার আছে জল’।

অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর শাওন আসেন নির্মাণে। ‘নয়া রিক্সা’, ‘স্বপ্ন ও স্বপ্নভঙ্গ’, ‘এভারেস্ট জয়’, ‘অসময়ে’, ‘বিভ্রম’, ‘আজ জরির বিয়ে’ ইত্যাদি নাটক ছাড়াও তিনি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন ‘কৃষ্ণপক্ষ’ নামের একটি চলচ্চিত্র।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি