ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

‘দেবী’র সঙ্গে টক্কর দিবে ‘নায়ক’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর নতুন সিনেমা ‘নায়ক’। ১৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। তবে ঠিক একই দিনে মুক্তি পাবে জয়া ও চঞ্চল অভিনীত ‘দেবী’। কিন্তু এতে করে ‘নায়ক’ তার দর্শক হারাবে না বলে দাবি করেছেন মূখ্য চরিত্রে অভিনয় করা ঢাকাই সিনেমার হিরো বাপ্পী চৌধুরী।

গতকাল রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘আমি জানি একই দিন দেবী চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। আমার জানা মতে দেবী খুবই ভালো মানের একটি চলচ্চিত্র হতে যাচ্ছে। কারণ এটি হুমায়ূন আহমদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। তবে বাণিজ্যিক দিক থেকে দুই সিনেমার তুলনা করা ঠিক হবে না। দুই সিনেমার ভিন্ন ভিন্ন দর্শক রয়েছে।’

বাপ্পী বলেন, ‘আপনারা ইতোমধ্যে ট্রেলার দেখেছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন নায়ক সিনেমায় আমি কীভাবে আসছি। এই সিনেমাতে আমি অনেক পরিণত, অনেক অ্যাকশন নির্ভর। তাছাড়া আমার সহ অভিনেত্রী অধরাও নতুন হিসেবে খুবই ভালো করেছে।’

উল্লেখ্য, গত সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছিল ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাটি। তবে অন্য এক সিনেমার প্রযোজকের মামলার শিকার হয়ে আটকে গিয়েছিল সিনেমাটি। সেই সব ঝামেলা শেষে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি