বাচ্চুর মরদেহ শহীর মিনারে নেওয়া হবে কাল
প্রকাশিত : ১৩:৫৭, ১৮ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:০৪, ১৮ অক্টোবর ২০১৮

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ জাতীয় শহীদ মিনারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে আইয়ুব বাচ্চুর কফিন। সেখানে যোহরের নামাজের আগ পর্যন্ত সর্বসাধারণের জন্য শেষ শ্রদ্ধা জানাতে রাখা হবে তার মরদেহ।
নাসির উদ্দিন বলেন, ‘দেশজুড়ে সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর অগণিত ভক্ত শ্রোতা আছেন। বিশাল এ জনপ্রিয় মানুষটিকে শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করতে তার কফিনটি সকালে জাতীয় শহীদ মিনারে রাখা হবে।’
এরপর জুমার নামাজের সময় নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। বাদ জুমা প্রথম জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমাগারে।
আরও পড়ুন : আইয়ুব বাচ্চুর জানাজা কাল বাদ জুমা, দাফন শনিবার
এদিকে, পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে, তার শেষ ঠিকানা হচ্ছে চট্টগ্রামের এনায়েত বাজার পারিবারিক কবরস্থানে, মায়ের কবরে।
এসএ/