ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে টিম টাইগারদের শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয় তারকার হঠাৎ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। বিভিন্ন অঙ্গনের পাশাপাশি টিম টাইগারও শোকে মুহ্যমান। কিছুক্ষণের জন্য থমকে যায় তাদের অনুশীলন।
সকালে যখন জিম্বাবুয়ে সিরিজের অনুশীলনে ব্যস্ত ছিল টিম টাইগার, ঠিক তখনই আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদটি আসে তাদের কাছে। প্রিয় শিল্পীর জন্য শোক জানিয়েছেন সবাই।
আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদে মাশরাফি নিজের ফেসবুক ওয়ালে লিজেন্ডের সেই গানটি লিখেছেন- ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে, এই শহরে গাড়ি-বাড়ি কিছুই রবে না’। আইয়ুব বাচ্চুর এমন আকস্মিক মৃত্যুতে শোক, ও ভালোবাসা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের এ অধিনায়ক।
শোক জানিয়ে ব্যক্তিগত ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। প্রয়াত শিল্পীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন তিনি।

আইয়ুব বাচ্চুর একজন বড়মাপের ভক্ত জানিয়ে ফাস্টবলার রুবেল হোসেন বাচ্চুর সঙ্গে তার একটি ছবি দিয়েছেন ফেসবুকে।

তিনি লিখেছেন, ‘ইন্নাইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। সত্যি মানতে পারছি না আমি ছোটবেলা থেকেই জেমস ভাই, বাচ্চু ভাই- এদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান, সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম- আল্লাহ এটি কি হয়ে গেল! আসলে সবাইকে চলে যেতে হবে একদিন এটিই বাস্তবতা তার জন্য সবাই দোয়া করবেন... আল্লাহ যেন প্রিয় শিল্পীকে বেহেশত নসিব করেন আমিন ।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি