ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

দুর্গাপূজার বিশেষ অনুষ্ঠান ‘আনন্দময়ী’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আকাশে সাদা মেঘের ভেলা আর রাতে শিউলি ফোটার মৌ মৌ গন্ধের সঙ্গে ঢাকের বাজনা অনমনা মনটিতে কি যেন এক মিষ্টি মধুর ভাব এনে দেয়। শরতের এমনি দিনে দেবীর আরাধনার কাজটি গান ছাড়া অচল। তাই দুর্গাপূজা উপলক্ষে দুই পর্বের পূজার গান আনন্দময়ীর আগমনে শিরোনামে গানের অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।       

মূলত: পূজা ও শরৎ নিয়ে বিভিন্ন কবিদের গাওয়া গানগুলিই এখানে স্থান পেয়েছে। পূজার নবমী দিন প্রচারিত হবে অনিমা রায় ও দেবলিনা সুরের গাওয়া গান। উপস্থাপনায় থাকবেন চম্পা বণিক।

আর দশমী দিন গান করবেন প্রিয়ংকা গোপ ও সমরজিৎ রায়। এখানে শুধু গান থাকবে না থাকবে শিল্পীদের পূজোর আনন্দের নানা কথোপকথনের গল্পও।

আনন্দময়ী অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রঞ্জন মল্লিক। একুশে টেলিভিশন-এ ১৮ ও ১৯ তারিখ রাত ১০টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।

এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি