ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৫২, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের জনতা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আইয়ুব বাচ্চুর কফিনে শেষ শ্রদ্ধা জানাবে জনতা।
শ্রদ্ধা জানানো শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে বাদ জুমা তার প্রথম জানাজা হবে।
পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। পরে দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। পরে তার মরদেহ রাখা হবে হিমঘরে।
শনিবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে আইয়ুব বাচ্চুর মরদেহ। সেখানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন প্রখ্যাত এই সংগীতশিল্পী।
কিংবদন্তি এই সংগীতশিল্পী গতকাল বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি