ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বাবার জন্য দোয়া চাইলেন আইয়ুব বাচ্চুর ছেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর ছেলে আহনাফ তাজওয়ার বাবার জন্য দোয়া চেয়েছেন। বাবাকে হারিয়ে নির্বাক আহনাফ মুখ দিয়ে একটি কথাই বেড়িয়েছে। আর সেটি হচ্ছে, ‘বাবার জন্য দোয়া করবেন।’

শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে আইয়ুব বাচ্চুর পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। পরিবারে পক্ষ থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ গ্রহণ করেন তার মামা আব্দুল হালিম লোহানী। সেখানেই এসব কথা বলেন আহনাফ।

এদিকে প্রিয় শিল্পীকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে দক্ষিণ পূর্ব মাদারবাড়িতে হাজির হন হাজারো ভক্ত। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত তার কফিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। জানাজা শেষে তাকে মায়ের কবরের পাশে দাফন করা হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি