ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

 ‘মি-টু’ নিয়ে কোনো মন্তব্য নয়: ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

যৌন নির্যাতন বিরোধী অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ‘মি-টু’এর চলমান আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঐশ্বরিয়া রায় বচ্চন।

সম্প্রতি তিনি স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে তাকে বলিউডে চলমান ‘মি-টু’আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি।

এদিকে হলিউডের পর এবার বলিউডেও ‘মি-টু’আন্দোলন মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে ভারতের ভিকাস বাল, সুবাস কাপুর, আলুক নাথ, সাজিদ খান এবং আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে নারীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠার পর তাদের চলমান প্রযেক্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছড়াও অভিযোগকারীদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন অনেকেই।

তবে এর কিছু দিন আগে ভারতে ‘মি-টু’ আন্দোলন নিয়ে মন্তব্যে করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, ভারতে যৌন নির্যাতন বিরোধী এ আন্দোল শুরু হওয়ায় তিনি খুব খুশি হয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি