ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

মুক্তির প্রথম দিনে ‘দেবী’র চমক, উচ্ছ্বসিত জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

অপেক্ষার পালা শেষ। শুক্রবার মুক্তি পেল অনম বিশ্বাস পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দেবী’। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জয়া। কারণ সিনেমা মুক্তির আগেই কয়েকটি হলের অগ্রিম টিকেট বিক্রি হয়ে যায়। সেই সঙ্গে মুক্তির দিন ঢাকার বলাকাসহ অন্য হলে প্রতিটি শো ছিল হাউজফুল। এই বিষয়গুলো সিনেমার ব্যবসা ও জনপ্রিয়তা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এমনকি মুক্তির আগে বিভিন্ন মাধ্যমে ‘দেবী’ টিমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন দর্শকরা।

জয়া আহসান দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে বলেন, ‘মুক্তির আগে থেকে দর্শকরা আমাদের পাশে যেভাবে ছিলেন সেটিও আমাদের সফলতা। এরপর মুক্তির প্রথমদিনে দর্শকদের ভালোবাসায় মুগ্ধ। আশা করি সামনের দিনগুলোতেও দর্শকরা আমাদের সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবেন।’

উল্লেখ্য, সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।  রানু চরিত্রে জয়া আহসান। অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়া ও ইরেশ জাকেরকে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন জয়া আহসান।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি