ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সাড়ে আটশ’ চাষীর ঋণ শোধ করবেন অমিতাভ বচ্চন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:১৪, ২২ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

উত্তরপ্রদেশের সাড়ে আটশো কৃষকের ঋণ শোধ করবেন বলে জানিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি তিনি ঋণ পরিশোধের এ তথ্য জানান। 

অমিতাভ বচ্চন জানান, এর আগেও তিনি মহারাষ্ট্রের সাড়ে তিনশ চাষির ঋণ শোধ করেছেন।

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা খুবই সুখকর। আজকে আমার এই খ্যাতি দেশের মানুষ জন্যেই। তাই তাদের জন্য কিছু করতে পারলে খুবই তৃপ্তি লাগে।

নিজের ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন লেখেন, সাড়ে তিনশো চাষি যারা লোন শোধ করার অবস্থায় ছিলেন না, প্রায় আত্মহননের জায়গায় পৌঁছে গিয়েছিলেন। কিছুদিন আগেই এই অর্থে নিজেদের ঋণ মওকুফ করতে পেরেছেন। এখন উত্তরপ্রদেশের সাড়ে আটশো চাষিকে চিহ্নিত করে তাদের জন্য সাড়ে পাঁচ কোটির ঋণের টাকার ব্যবস্থা করা হল। ব্যাংকও এ বিষয়ে সাহায়্য করছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি