ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মেহজাবিনের ‘বাবা আসবেন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মেহজাবিন চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘বাবা আসবেন’। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। এরই মধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে।
নাটকটি প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘বাবা আসবেন’ নাটকটির গল্প দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের সেই সময়ে। এতে অভিনয় করে আমার এতটুকু উপলব্ধি হয়েছে, আমাদের দেশের মেয়েরা নিজের পরিবার থেকেও কীভাবে কষ্ট পেয়েছেন। সময়ের নানা বাস্তবতাকে তুলে ধরা হয়েছে নাটকে। ধন্যবাদ নির্মাতা হাবীব শাকিলকে, যত্ন নিয়ে এমন গল্পের নাটকটি নির্মাণ করার জন্য। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাস। ধন্যবাদ অরুণা দিদিকে, তিনি সব সময়ই আমাকে সহযোগিতা করেন।
আগামী বিজয় দিবসে এনটিভিতে প্রচার হবে নাটকটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি