ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

‘হাসিনা-এ ডটার’স টেল’ এবার দেশজুড়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ১৯ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৫:৪১, ১৯ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ডকু ড্রামা ‘হাসিনা-এ ডটার’স টেল’। যেখানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নয় একজন সাধারন সংগ্রামী নারীর অসাধারন হয়ে উঠার গল্প তুলে ধরা হয়ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জীবনে তার বোন শেখ রেহানার ভূমিকা, দেশ ও স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু পরিবারের নানা ত্যাগের চিত্রও এখানে দেখা গেছে। 

পিপুল খান পরিচারিত ফিল্মটি গত ১৬ নভেম্বরে ঢাকার তিনটি ও চট্টগ্রামের একটি হলে মুক্তি পায়। মুক্তির পরেই তরুণ প্রজন্ম হুমড়ি খেয়ে পড়েন সিনেমাটি দেখার জন্য। দেশের  মানুষের আগ্রহের কারণে এবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) দেশব্যাপী মুক্তি দিতে চাইছেন। আগামী সপ্তাহেই এটি দেশের প্রায় অর্ধ শতাধিক হলে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
এবার সিনেমাটির পরিবেশনার দায়িত্বে থাকছে  জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজই জানিয়েছেন এ তথ্য।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি