ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আজ রাতে ‘১ হাজার টাকা মাত্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১২:২১, ২৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং দীপু হাজরার পরিচালনায় একক নাটক ‘১ হাজার টাকা মাত্র’। নাটকটি প্রচার হবে আজ।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদিয়া জাহান প্রভা, এস এন জনি, ফাহমী, সুজিত বিশ্বাস প্রমূখ। নাটকটি প্রযোজনা করেছে কনসেপ্ট মাল্টিমিডিয়া।
নাটকটির গল্পে দেখা যাবে- ‘জনি দীর্ঘদিন যাবত একটি হোটেলে গীটার বাজিয়ে জিবীকা নির্বাহ করছে। সেই হোটেলে ওঠেন প্রভা। গান ও গীটার শুনে প্রভা ও জনির মধ্যে বেশ সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে তাদের আলাপ চারিতায় জানা যায় জনি একজনকে ভালবাসতো। পড়াশুনার পাশাপাশি একটি চাকরিও করতো। অফিসের কাজেই সে একবার কক্সবাজার আসে ও নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই জনি এই হোটেলে থেকে তার প্রমিকাকে খুজতে থাকে।’
‘১ হাজার টাকা মাত্র’ নাটকটি এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রাচারিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি