ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

আনুস্কার জীবনে রোমান্সের রাজা শাহরুখ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৩৪, ২৩ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রোম্যান্টিক অভিনেতা বলিউড বাদশা শাহরুখ খান। তার সম্পর্কে এই বিশেষণ ব্যবহার করেন বলিউড মহলের একটা বড় অংশ। সেই বিশেষণই ফের সত্যি প্রমাণ করলেন নায়ক। সদ্য মুক্তি পেয়েছে তার আসন্ন ছবি ‘জিরো’র গান ‘মেরে নাম’। আনুস্কা শর্মার সঙ্গে শাহরুখের রসায়ন ফের প্রমাণ করল তিনিই এখনও রোম্যান্সের রাজা।

শাহরুখের গালে গোলাপি আবির। হুইল চেয়ারে বসা আনুষ্কার গালেও অনুরাগের রং। রঙের হোলি প্রেমের জান বুনেছে। অজয়-অতুলের কম্পোজিশনের এই গান মুক্তির পরই মন কেড়েছে সিনেপ্রেমীদের।

এই ছবিতে শাহরুখের চরিত্রটি এক বামনের। হুইল চেয়ারে বসা বিজ্ঞানী (আনুষ্কা শর্মা) এবং নেশা থেকে বেরিয়ে আসার চেষ্টায় থাকা এক অভিনেত্রী (ক্যাটরিনা কইফ)- এর মধ্যে ত্রিভুজ প্রেমের গল্প ধরে এগোবে এই ছবির চিত্রনাট্য।

‘জিরো’র পরিচালক আনন্দ এল রাই সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘আমি জিরো সেলিব্রেট করতে চাই। মানুষের মধ্যে যে অসম্পূর্ণতা রয়েছে সেটা সেলিব্রেট করতে চাই। একজন সম্পূর্ণ মানুষ হওয়ার মতো ভালো আর কিছু হতে পারে না। কিন্তু অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য রয়েছে।’ ছবিটি মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

সূত্র: আনন্দবাজার।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি