ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ক্ষমা না চাইলে কালিতে ডুবে যাবে শাহরুখের শরীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শাহরুখ খান এবং কারিনা কপুর অভিনীত ‘অশোকা’ ছবিটি প্রশংসা পেয়েছিল দর্শক মহলের। ২০০১-এ মুক্তিপ্রাপ্ত সেই ছবি নিয়ে এত বছর পরে বিপাকে শাহরুখ।

ওই ছবিতে ওড়িশা এবং কলিঙ্গ সেনার আবেগকে আঘাত দেওয়া হয়েছিল, এই অভিযোগে শাহরুখকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে কলিঙ্গ সেনা। চলতি বছরেই পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপে ওড়িশায় যাওয়ার কথা ছিল শাহরুখের।

কলিঙ্গ সেনার হুমকি, শাহরুখ ওই অনুষ্ঠান উপলক্ষে আগামী সপ্তাহে ভুবনেশ্বরে পৌঁছলে তাকে কালো পতাকা দেখানো হবে। এমনকি বলিউড বাদশার গায়ে কালি ছোঁড়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

আগামী ২৭ নভেম্বর কলিঙ্গ স্টেডিয়ামে হকি ওয়ার্ল্ড কাপের উদ্বোধনে শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এই পরিস্থিতিতে শাহরুখ ওই অনুষ্ঠানে যাবেন কি-না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সূত্রের খবর, ২০০১-এর নভেম্বরে ‘অশোকা’তে কলিঙ্গ যুদ্ধকে ভুলভাবে দেখানোর অভিযোগে এই দলের সদস্যরাই শাহরুখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। যদিও এখনও পর্যন্ত গোটা ঘটনা নিয়ে শাহরুখ মুখ খোলেননি।

সূত্র: আনন্দবাজার

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি