ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

জয়ার ‘বিজয়া’র পোস্টার প্রকাশ  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ২৭ নভেম্বর ২০১৮ | আপডেট: ২২:৩১, ২৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দুই বাংলায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। ‘বিসর্জন’এর পর এবার আসছে তার ‘বিজয়া’। নতুন ছবিরই পোস্টার ইতিমধ্যে প্রকাশ পেল।    

এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’বেশ প্রশংসা কুড়িয়েছিল। বক্স অফিসের নিরিখেও কুর্নিশ আদায় করে নিয়েছিল এই ছবি। সিনেমা হল থেকে বেরিয়ে দর্শক ভেবেছিলেন, এর পর? কী হল পদ্মা, নাসিরের?

ঠিক এই ভাবনা থেকেই কৌশিক বেঁধেছেন তাঁর পরের গল্প। ‘বিসর্জন’-এর সিক্যুয়েল ‘বিজয়া’। সোমবার মুক্তি পেল এ ছবির পোস্টার।

একটি পোস্টারে শাড়ি, ঘোমটা, সিঁদুরের পদ্মা ওরফে জয়া আহসান। পিছনে দাঁড়িয়ে পদ্মার দিকে তাকিয়ে রয়েছেন গণেশ, ওরফে কৌশিক স্বয়ং। অন্য পোস্টারে হাতে পুজোর ফুল নিয়ে পদ্মা। চোখ রয়েছে নাসির ওরফে আবির চট্টোপাধ্যায়ের দিকে।

ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন। দুই ধর্মের মানুষের প্রেম ফ্রেমবন্দি করেছেন পরিচালক। নাসির কি ফের ফিরে আসবে পদ্মার জীবনে? উত্তর পেতে গেলে আর সামান্য অপেক্ষা। আগামী জানুয়ারির শুরুতেই মুক্তি পাবে এই ছবি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি