ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ লাখ টাকা জরিমানা আদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১৯ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তিনটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঢাকার তুরাগে ছয়টি স্থানে পরিচালিত অভিযানে ৫২টি ডাবল ও একটি সিঙ্গেল আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রায় ২০০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। 

এছাড়া, একটি বাণিজ্যিক বয়লার ও তিনটি বাণিজ্যিক ড্রায়ারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযানে তিন লাখ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুরের কালিয়াকৈরে পরিচালিত অভিযানে ২০টি বহুতল ভবন এবং পাঁচটি টিনশেড বাড়ির মোট ২৬০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে পঞ্চাশ টাকা জরিমানা করা হয়। 

এ অভিযানে প্রায় ২৯০ ফুট অবৈধ পাইপলাইন ও পাঁচটি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আল মদিনা হোটেল এন্ড সুইটস এবং সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের ব্যবহৃত বার্নার ও অন্যান্য অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। 

এ সময় বাণিজ্যিক প্রতিষ্ঠান দুটিকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং দুটি মামলা দায়ের করা হয়। 
এছাড়া, ১৯০টি বাড়িতে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ অভিযান নিয়মিত চলবে। এ ধরনের অভিযান গ্যাসের অপচয় রোধ ও বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি