ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

আসিফের ‘পাশের বাড়ির সাবিনা’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ৩০ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসিফ আকবর যাকে বাংলা গানের যুবরাজ বলা হয়। গানের পাশাপাশি মিউজিক ভিডিও’র মডেল হয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। নিজের গানের মডেল হয়ে তিনিই হাজির হচ্ছেন দর্শকদের সামনে।    

আসিফ এবার নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘পাশের বাড়ির সাবিনা’। গানটির কথা লিখেছেন এইচ এম রিপন আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন অমিত চ্যাটার্জি।

শুক্রবার গান-ভিডিওর একটি পোস্টার নিজের ফেসবুকে পোস্ট করেছেন আসিফ আকবর। সেখানে গোফওয়ালা এক আসিফের দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে এবার নতুন কোনও গল্প ও লুকে ভক্তদের চমকে দেবেন এই শিল্পী।   

ভিডিওতে আসিফ আকবর ছাড়াও দেখা যাবে আসিফ ইমরোজ, আসফিয়া অহি, নাওমী খানকে। আর এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবীব।

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, আমি একজন শিল্পী। অভিনয়টা আমার কাজ না। তবে এখন গানের পাশাপাশি ভিডিওতে পরিচালক-প্রযোজকরা আমাকে চান। এদিকে শ্রোতারাও পছন্দ করছেন। আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তবে পুরো কৃতিত্বটা পরিচালক বা নির্মাতাকেই দিতে চাই।

জানা গেছে, আগামীকাল শনিবার এসডিকে মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে গানটি ‘পাশের বাড়ির সাবিনা’র গান-ভিডিও।

এসি   

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি