ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

‘শরীর-দেখানো’ পোশাকের জন্য অভিনেত্রীর বিচার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫২, ২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৫৬, ৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শরীর দেখানো পোষাক পরার কারণে মিশরে এক অভিনেত্রী বিচারের মুখোমুখি। লাম্পট্য উস্কে দেবার অভিযোগে বিচারের জন্য তাকে আদালতে তোলা হচ্ছে।     

খবরে বলা হয়, রানিয়া ইউসেফ নামের এই অভিনেত্রী একটি স্বচ্ছ লেস-লাগানো কালো কাপড়ের পোশাক পরেছিলেন - যাতে তার পায়ের অধিকাংশই দেখা যাচ্ছিল। তার এ পোশাক মিশরের অনেক লোককে ক্রুদ্ধ করে তোলে।

অন্য অনেকে অবশ্য বলেছিলেন যে, তার নিজের ইচ্ছেমত পোশাক পরার অধিকার থাকা উচিত।

ইউসেফ এর মধ্যে তার এ জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ৪৪ বছর বয়স্ক এ অভিনেত্রী বলেন, এ পোশাকটি নিয়ে এত বিতর্ক তৈরি হবে তা জানলে তিনি তা পরতেন না।

কিন্তু আদালতে দোষী প্রমাণিত হলে তার পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।

যে দু`জন আইনজীবী এ অভিযোগ এনেছেন তারা হলেন আমরো আবদেলসালাম এবং সামির সাবরি। বিভিন্ন তারকাকে আদালতে হাজির করার জন্য তাদের খ্যাতি আছে।

সাবরি বলেন, "মিজ ইউসেফকে যেমন দেখা যাচ্ছিল তা সামাজিক মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতার পরিপন্থী ছিল, এবং এতে চলচ্চিত্র উৎসব ও মিশরের নারীদের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।"

মিশরের অভিনেতাদের একটি সংগঠনও `কিছু অতিথির পোশাকের` নিন্দা করেছে।

ফেসবুকে দেয়া এক পোস্টে রানিয়া ইউসেফ বলেন, তার পোশাক নির্বাচন করতে গিয়ে তিনি সম্ভবত ভুল করেছিলেন।

"আমি এই প্রথম পোশাকটা পরেছিলাম, এবং এতে যে এতটা ক্ষোভ সৃষ্টি হবে তা বুঝিতে পারিনি। মিশরের সমাজে আমরা যেভাবে বেড়ে উঠেছি সেই মূল্যবোধের প্রতি আমার অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি" - লেখেন রানিয়া ইউসেফ।   

 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি