ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

প্রথমবার দ্বৈত গানে মাহতিম শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নতুন প্রজন্মের আলোচিত গায়ক মাহতিম শাকিব। প্রথমবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন তিনি। ‘কুয়াশা’ শিরোনামের গানটিতে তিনি কণ্ঠ মিলিয়েছেন সঙ্গীতশিল্পী কনার সঙ্গে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওয়েব সিরিজ ‘কুয়াশা’ জন্য গানটি তৈরি করা হয়েছে।
গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সঙ্গীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ইতিমধ্যে গানটির রেকর্ডিংও শেষ হয়েছে।
গানটি প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, ‘এ পর্যন্ত যেসব গান গেয়েছি সবই একক। এবারই প্রথম ডুয়েট গাইলাম। কনা আপু আর আমার এই গান শ্রোতাদের ভালো লাগলে খুব খুশি হবো।’
কনা বলেন, ‘মাহতিম শাকিবের গায়কী আমার ভালো লাগে। রেকর্ডিংয়ের আগে জানতাম না এটি ওর প্রথম ডুয়েট। সেই হিসেবে শ্রোতাদের জন্য এই গান অন্যরকম লাগবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, রাজের ‘কুয়াশা’য় প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও এবিএম সুমন। এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম। এটি অপরাধ জগতের গল্প নিয়ে তৈরি হচ্ছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি