ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

বাচাল মীর সাব্বির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা মীর সাব্বির। শুধু অভিনয় নয়, নির্মাতা হিসেবেও তার দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন। নিজের পরিচালনায় ‘নোয়াশাল’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন এ অভিনেতা। নাটকের নাম ‘বাচাল’।
‘বাচাল’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চন্দন চৌধুরী।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘আসলে সমাজে অনেক মানুষ আছে যাদের নিয়ে মানুষের অবহেলা, অপমানের শেষ থাকে না। এসব মানুষই বোকামির অন্তরালে সত্য কথাই বলে যায়। ঠিক এমন একটি চরিত্রে অভিনয় করছি। আশা করি সবার ভালো লাগবে।’
শিগগিরই নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার করা হবে বলে নির্মাতা জানান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি