ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

এবার রবীন্দ্রসঙ্গীত গাইলেন অপূর্ব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকে তার অভিনয় সব সময়ই প্রশংসিত হয়েছে। তবে তার অন্য একটি পরিচয়ও রয়েছে। অভিনয়ের পাশাপাশি গানও গেয়ে থাকেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন অপূর্ব। সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে তাকে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যাবে।

নাটকটির নাম ‘কাছে দূরে’। এটি রচনা ও পরিচালনা করেছেন মইদুল মহিম। নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। নাটকে দেখা যায়, অপূর্ব রবিঠাকুরের ‘মাঝে মাঝে তব দেখা পাই’ গানটি কণ্ঠে তোলেন।

এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘অবসর পেলে গান গাইতে পছন্দ করি। নাটকে এর আগেও গান গেয়েছি। তবে রবীন্দ্রসঙ্গীত এটাই প্রথম। এ নাটকের গল্পটিও বেশ চমৎকার। সবকিছু মিলিয়ে আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

নাটকটি ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে বলে জানান নির্মাতা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি