ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

আইডি হ্যাক করে অর্থ দাবি, থানায় কনকচাঁপা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:২২, ৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হয়েছে। হ্যাকাররা তার কাছে অর্থ দাবি করেছে বলে জানা গেছে। কনকচাঁপা আইডি উদ্ধারের জন্য পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।    

কনকচাঁপার ফেসবুক প্রোফাইলে তাঁর নামের পাশে ‘দিস প্রোফাইল ইজ লকড’ দেখা যাচ্ছে। পল্টন থানার সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা তাঁর আইডিটি হ্যাক হয়। আইডি ফেরত দেওয়ার জন্য মেসেঞ্জারে অর্থ দাবি করেছে ওই হ্যাকার।   

কনকচাঁপার আইডি হ্যাক হওয়া নিয়ে পল্টন থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জসিম গণমাধ্যমকে বলেন, ‘আইডি হ্যাক হওয়া নিয়ে আমরা তাঁর অভিযোগ পেয়েছি, এখন তদন্ত চলছে। এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি।’

কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে। এ জন্য তার প্রস্তুতি চলছে।     

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি