ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

তিশার নতুন মিশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১১ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নুসরাত ইমরোজ তিশা। যদিও তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী, তবে বড় পর্দাতেও তার সুনাম রয়েছে। এবার প্রথমবারের মতো ভারতীয় সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘বোবা রহস্য’। এতে তিনি সঙ্গে পাচ্ছেন কলকাতার বরেণ্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং বাংলাদেশের মডেল ও অভিনেতা আমান রেজাকে। সিনেমাটির মূল গল্প তিশাকে ঘিরে।
থ্রিলার, রোমান্স ও গোয়েন্দাধর্মী গল্পের এই সিনেমাটি পরিচালনা করবেন অভিষেক বাগচি। প্রযোজনা করছেন সাগর সেন। এর শুটিং শুরু হচ্ছে ১২ জানুয়ারি থেকে। প্রথমে শুটিং হবে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে। ৪ ফেব্রুয়ারি থেকে কলকাতায় এর শুটিং হবে।
এ সিনেমাতে আরও অভিনয় করছেন ভারতের খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, অরিন্দম বাসুসহ অনেকে।
এ প্রসঙ্গে তিশা বলেন, গোয়েন্দা গল্পের এই সিনেমাতে মিতালী মুখার্জি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। গল্পটি দারুণ। যে জন্য এক বাক্যেই অভিনয়ে রাজি হয়েছি। সিনেমাতে অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হবে। আশা করছি ভালো কিছু হবে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি