ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নতুন বিজ্ঞাপনে হিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১৩ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও’র পাশাপাশি তিনি নাচেও বেশ ব্যস্ত। শুধু তাই নয়, এর পাশাপাশি হিমি উপস্থাপনাও করছেন। সেই সঙ্গে মাঝে মধ্যে তাকে বিজ্ঞাপনেও দেখা যায়। নতুন খবর হচ্ছে সম্প্রতি আরও একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেন এই অভিনেত্রী।

রিন পাউডারের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রানআউট ফিল্মসের মাহমুদুল হাসান আদনান।
বিজ্ঞাপন প্রসঙ্গে হিমি বলেন, ‘ভালো প্রোডাক্ট কিংবা কনসেপ্ট পেলে বিজ্ঞাপনের কাজ হাতছাড়া করি না। একটা গ্রামের গল্পকে কেন্দ্র করে এটি নির্মাণ করা হয়েছে। এখানে আমার চরিত্রের নাম থাকে আলো যে কিনা গ্রামের মানুষদের আলো দেখায়। কাজটি করে খুবই ভালো লেগেছে।’
খুব শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে জানা যায়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি