ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

শহীদ বুদ্ধিজীবী দিবসের নাটকে শমী কায়সার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ১৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:১৪, ১৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শমী কায়সারের লেখা গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সাড়ে তিন খানা চিঠি’। একাত্তরের ভয়াবহ বুদ্ধিজীবী হত্যার ঘটনা নাটকটির প্রধান উপজীব্য। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

নাটকের মূল চরিত্রে অভিনয়ও করেছেন শমী কায়সার।

এ প্রসঙ্গে নাট্যকার শমী কায়সার জানান, ‘গল্পের বেশিরভাগ অংশ সত্য ঘটনা থেকে নেয়া। একাত্তরের ১৪ ডিসেম্বর, যেদিন বাবাকে (শহীদুল্লাহ কায়সার) হানাদার বাহিনীরা ধরে নিয়ে যায়, সেদিনের অনুভূতির জায়গা থেকে গল্পটি লিখেছি।’

নিজের গল্পে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘চরিত্রগুলো নিজে সাজিয়েছি বলে অভিনয় করাটা আমার জন্য সহজ ছিল।’

নাটকটিতে দেখা যাবে স্বাধীনতা যুদ্ধে শমী কায়সারের বাবাকে হানাদার বাহিনীরা ধরে নিয়ে যায়। তারপর তার বিয়ে হয় ধনী পরিবারে। নাটকে শমীর শ্বশুরবাড়ির লোকজন মুক্তিযুদ্ধকে একটি সাধারণ বিষয় বলে আখ্যা দিয়ে থাকেন। যদিও তার স্বামী সব সময় তার পাশে থেকে সহযোগিতা করে। এ রকম একটি পারিবারিক টানাপোড়েন সম্পর্ক নিয়ে নাটকের গল্প এগিয়ে যায়।

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শমী কায়সার, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মাহফুজ আহমেদ, আজম খান এবং শিশুশিল্পী নাদীভ।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি